বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়া’র অভিভাবকদের সরাসরি ভোটে নির্বাচিত গভর্নিংবডি’র নতুন ২ জন (অভিভাবক ক্যাটেগরি) মেম্বারদের স্কুলের পক্ষ থেকে জানানো হচ্ছে “প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন”।
গত ১৩ই অক্টোবর, ২০২৪ স্কুলের হানিয়াং ইউনিভার্সিটি এরিকা ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত স্কুলের সকল অভিভাবকগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন অংশগ্রহণ করেন এবং ২ জন নির্বাচিত হোন।
নির্বাচিত মেম্বাররা হচ্ছেন:
মোঃ রবিউল কবির,
পিএইচডি গবেষক,
ডিরেক্টর, Study View ICT School.
ড. মো: মাহবুবুর রহমান
রিসার্চ প্রফেসর,
গাচ্ছন ইউনিভার্সিটি।
স্কুলের গভর্নিংবডিতে আপনাদের স্বাগতম। আপনাদের উপস্থিতি, গুরুত্বপূর্ণ মতামত এবং সার্বিক সহযোগিতা স্কুলের জন্য অগ্রগতির জন্য সহায়ক হবে।
স্কুলের ব্যাপারে যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন +821095998901 এই নাম্বারে অথবা হোয়াটসেপে। নিয়মিত তথ্য জানতে স্কুলের ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন।

