বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়া – রাষ্ট্রদূতের সঙ্গে বিশেষ সাক্ষাৎ

বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়া – রাষ্ট্রদূতের সঙ্গে বিশেষ সাক্ষাৎ 🇧🇩🇰🇷

📅 ১৮ই মে ২০২৫, সিউল


📍 বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘স্কোলার্স মতবিনিময় সভা’-তে
বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়া-র পক্ষ থেকে অংশগ্রহণ করেন:

👤 ড. কামরুল হাছান — চেয়ারম্যান ও ভাইস-প্রিন্সিপাল
👤 ড. মনোয়ার হোসেন — প্রিন্সিপাল, প্রফেসর, হানিয়াং ইউনিভার্সিটি
👤 জনাব তুহেল আহমেদ — টেক-ইনচার্জ ও গভর্নিংবডি মেম্বার

📚 অনুষ্ঠানে কোরিয়াতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণের সুবিধা-অসুবিধা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

🔹 প্রিন্সিপাল ড. মনোয়ার হোসেন স্কুলের বর্তমান অবস্থা ও শিক্ষাবিষয়ক বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
🔹 চেয়ারম্যান ড. কামরুল হাছান স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ও সরকারি অনুমোদনের বিষয় বিশদভাবে ব্যাখ্যা করেন।

🤝 রাষ্ট্রদূত মহোদয় কোরিয়ায় এমন একটি বাংলাদেশি স্কুলের কথা জেনে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি অনুমোদনসহ সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

🎉 অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রদূতকে আগামী ২২শে জুন অনুষ্ঠিতব্য ‘১২তম অভিভাবক সমাবেশে’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়।

📌 বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়া — প্রবাসে শিক্ষার দীপ্ত প্রদীপ ✨
📞 যোগাযোগ: 010-9599-8901 | 010-8306-9301
🌐 ওয়েবসাইট: www.bcskr.org
📲 হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন নিয়মিত আপডেট পেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *